লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার
ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপপরিচালক,স্থানীয় সরকার মোঃ জসিম উদ্দিন , অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ । এসময় জেলা প্রশাসক বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান।






