কিশোর গ্যাংএর দৌরাত্ম দিনদিন বেড়েই চলেছে,
লক্ষ্মীপুর প্রতিনিধি -লক্ষ্মীপুর সহ সারা দেশে কিশোর গ্যাএর দৌরাত্ম দিনদিন বেড়েই চলেছে, পাল্টাচ্ছে অভিনব কৌশল। কিশোর গ্যাংদের বড় ভাইদের নিত্যনতুন কৌশলে ইদানীং ঔষধ বিক্রেতারাও দিশেহারা। তারা ছোট ভাইদের কাজে লাগিয়ে এলাকার ঔষধের ফার্মেসী থেকে বিভিন্ন ধরনের নারকোটিক ড্রাগ কিনে নিয়ে বড় ভাই +ছোট ভাইরা একত্রে বসে নেশায় আসক্ত হয়ে বড় ভাইদের আদেশে নানান অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। দ্রুত এই বড় ভাইদের চিহ্নিত করে ছোট ভাই যারা বিভিন্ন স্কুলে ক্লাশ সেবেন,এইট,নাইন,টেনে পড়ে। এই কিশোররা অত্যন্ত মেধাবী হয়ে থাকে, এদের কাজে লাগিয়ে বড় ভাইরা ফায়দা লুটে। গতকাল ৭ জুন ঈদের দিনে লক্ষ্মীপুরের উপশহরের কামান খোলা স্কুলের নবম শ্রেণির সাইন্স স্টুডেন্ট যাকে দিয়ে বড় ভাইরা সেডিল ট্যাবলেট কিনার জন্য কয়েকটি ঔষধের দোকানে পাঠায়, কিন্তু বিষয়টি গার্ডিয়ান কি জানে ? যাচাই-বাছাই করতে গেলে এক ঝাঁক কিশোর এসে ঐ ছেলেকে কানে গালে চপেটাঘাত করে ছিনিয়ে নিয়ে যায় রাত নয়টায়। এরাই হচ্ছে কিশোর গ্যাংএর বড় ভাই। দ্রুত এদের চিহ্নিত করে প্রশাসন নজরদারিতে আনবেন এটাই প্রত্যাশা এবং ওষুধ বিক্রিতা ভাইদের প্রতি অনুরোধ থাকবে এসব নেশা জাতীয় ঔষধ বিনা ব্যবস্থাপত্রে বিক্রয় করা থেকে বিরত থাকার আহ্বান সচেতন মহলের।