ঢাকাWednesday , 4 June 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    জুলাই যোদ্ধা ভূয়া স্বাস্থ্য কার্ড নিলেন লক্ষ্মীপুরের জাকির

    admin
    June 4, 2025 7:29 am । ১৫৯ জন
    Link Copied!

    জুলাই যোদ্ধা ভূয়া স্বাস্থ্য কার্ড নিলেন লক্ষ্মীপুরের জাকির

    জেলাপ্রতিনিধি- লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা ভূয়া স্বাস্থ্য কার্ড নিলেন জাকির হোসেন। জুলাই এবং আগস্টের ভূয়া মুক্তি যোদ্ধার তালিকায় রয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বলি রাজা বাড়ির আবুল কালামের পুত্র মোঃ জাকির হোসেন। তিনি ছাত্র জনতা আন্দোলনের সময় কখনো লক্ষ্মীপুর সহ বাংলাদেশের কোথাও গণ-আন্দোলনে অংশ গ্রহন করার খবর পাওয়া যায় নাই। অথচ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত “মার্চ ৪, ২০২৫ ইং, গেজেট নং ১৭৯৫, মেডিকেল কেইচ আইডি-২৯২৩৪, জাকির হোসেন পিতা আবুল কালাম,মাতা-ফরিদা বেগম,পশ্চিম লক্ষ্মীপুর বলি রাজার বাড়ি,সদর,লক্ষ্মীপুর উল্লেখ আছে। যুদ্ধাহত জুলাই যোদ্ধা হিসাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড তিনি গ্রহণ করে সরকার কর্তৃক প্রেরিত সকল সুযোগ সুবিধা গ্রহন করেছেন ভবিষ্যতে আরো করবেন।

    জানাযায় তিনি ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে জনতা আনন্দ মিছিল থেকে অতি উৎসাহী লোকজন প্রদীপ সাহার দোকান ভাংচুর করার সময়ে এই জাকির হোসেন পিছলে পড়ে গিয়ে হাত ভেঙ্গে যায়, পরবর্তীতে চিকিৎসা করিয়ে সে বনে যায় ছাত্র জনতার জুলাই যোদ্ধা এবং প্রতারণার আশ্রয় নিয়ে জাকির হয়ে উঠেন জুলাই যোদ্ধা। পক্ষান্তরে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে দুইজন প্রকৃত জুলাই যোদ্ধা হয়, তারা হচ্ছে টুটুল পাটোয়ারী ও মুক্তার পাটোয়ারী। জাকির হোসেন কখন কার সাথে কোথায় যুদ্ধে অংশ গ্রহন করেছেন মর্মে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে সঠিক ভাবে কোন সদুত্তর দিতে ব্যার্থ হয়েছেন। এই বিষয়টি নিয়ে মুঠোফোনে জাকির হোসেন কে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি ১৮ সাল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আছি আমাদের প্রতিনিধি আরো জিজ্ঞেস করেন ৪ ই অগাস্ট কোথায় ছিলেন কিভাবে আহত হয়েছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি আন্দোলনে ছিলেন না ৫ ই অগাস্ট দোকান ভাংচুর করতে গিয়ে আহত হয়েছে এই সব প্রশ্নের উত্তরে জাকির জানান আমি ৪ অগাস্ট লক্ষীপুরে ছিলাম দাওয়া পাল্টা দাওয়ায় আমার হাতে ব্যাথা পাই এবং ৫ ই অগাস্ট এক্সে করলে দেখা যায় হাত ভেঙ্গে গেছে এবং আমি প্লাস্টার করি। আর দোকান ভাংচুর বিষয় টি জাকির অস্বীকার করে এবং বলে আমার বিরুদ্ধে কে বা কারা অপপ্রচার চালাচ্ছে।
    জাকির সম্পর্কে নাম প্রকাশের অনিচ্ছুক এক জন বলে আমরা ৪ অগাস্ট আন্দোলনে ছিলাম জাকির কে তখন আন্দোলনে আমরা দেখিনি আরেক জন বলেন আমরা শুনেছি জাকির একজন আওয়ামী লীগ সমর্থকের দোকান ভাংচুর করতে গিয়ে আহত হয়েছে অন্যএক জন বলেছেন জাকির হল ভূয়া জুলাই যুদ্ধা , বিষয়টি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন জুলাইয়ের ভুক্তভোগী যোদ্ধাগণ।