লক্ষ্মীপুরের দক্ষিণ হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহআলমের দোয়ার আর্জি প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ভিবি নিউজ ডেস্ক – উপরোক্ত নিউজটি আমার পুনরায় দৃষ্টি গোচর হয়েছে, সংবাদটি বিগত ২৭ মে রাত ৮ঘটিকায় আমি Samsul islam Shamim এর ফেসবুক আইডি হইতে পেরিত একখানা সংবাদ আমার দৃষ্টি গোচর হয়, উক্ত সংবাদ টি আমি পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ না করিয়া ভুল বসত আমার ভিবি নিউজ অনলাইন আইডি থেকে আপলোড করি। বস্তুতপক্ষে শামসুল ইসলাম এর আইডি তে লিখা ছিল,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমি মীর শাহআলম চেয়ারম্যান ২ নং দক্ষিন হামছাদি ইউনিয়ন সদর লক্ষীপুর। আমি শারীরিক অসুস্থ, উক্ত সংবাদটি পড়ে আমি ভাবিয়াছি মীর শাহআলম চেয়ারম্যান জামিনে বাহির হইয়াছে কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি সে জেলে আছে। আমার অনিচ্ছাকৃত ভুলে সংবাদ টি প্রকাশ করা হইয়াছে। উক্ত সংবাদের ভুল বুঝিতে পারিয়া আমি আন্তরিক ভাবে দুঃখিত ও এহেন ভুলের জন্য ক্ষমা প্রার্থী। আশাকরি ভবিষ্যতে এ ধরনের সংবাদ যাতে না হয় সেজন্য আমি সজাগ থাকিব।
Samsul islam Shamim এর ফেসবুক আইডি সংযুক্ত করা হলো-






