লক্ষ্মীপুরে মানবিক টুটুলের সুখ্যাতি
ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলামের চাচা মানবিক টুটুল নামে খ্যাত এই ব্যাক্তিটি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অসহায়দের পাশে দাড়িয়ে সেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।
জানা গেছে গতকাল ৩০ এপ্রিল রোজ বুধবার এই মানবিক টুটুল দালাল বাজার কালি মন্দিরের সামনে দীর্ঘদিন অবস্থান করা মানষিক ভারসাম্যহীন মহিলাটির মাথার জট বাধা চুল সহ পুরোনো পোষাক পরিবর্তন
করে নতুন পোষাক কিনে মানষিক ভারসাম্যহীন মহিলাটির মুখে হাসি ফুটিয়েছেন। এর আগেও এমন বহু জনহিতকর কাজ এ মানবিক টুটুলের দ্বারা সংগঠিত হয়েছে। এলাকার জনপ্রতিনিধিরা যা করার কথা ছিলো, তা করেছেন এই মানবিক টুটুল পাটোয়ারী।
এই মানবিক টুটুল পাটোয়ারী পশ্চিম লক্ষ্মীপুর দালাল বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মরহুম রেনু মিঞা পাটোয়ারী ওরফে ছুট্টি পাটোয়ারীর ছেলে।
মানবিক কাজ করতে অর্থায়ন বিষয়ে জানতে চাইলে টুটুল পাটোয়ারী বলেন প্রবাসে আমার ভাই ভাতিজারা আছেন, যেমন- আমেরিকা প্রবাসি ইঞ্জিনিয়ার সিবগাত মেহেদী হাসান, আমেরিকা প্রবাসি (ভাতিজা) আব্দুর রহমান, আমেরিকা প্রবাসি আব্দুর রাজ্জাক, সৌদি আরব প্রবাসী মোঃ জহিরুল ইসলাম সহ আরো অনেকে এসব মানবিক কাজের জন্য অর্থায়ন করে থাকেন।তিনি আরো বলেন লক্ষ্মীপুরের ভিতরে এমনি ভাবে আনাচে কানাচে থাকা মানষিক ভারসাম্যহীন মানুষকে পরিছন্নতার কাজে আমাকে মোবাইল ফোনে 01745843107 নাম্বারে নক করলে আমি আমার সহযোগীদের নিয়ে ছুটে গিয়ে যতটুকুন সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিবো ইনশাল্লাহ।






