ঢাকাThursday , 10 April 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে পিতা কে লাঞ্ছিত করেছে পুত্র বিষয়ক শিরোনাম নিউজের প্রতিবাদ

    admin
    April 10, 2025 5:30 pm । ৭৬ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে পিতা কে লাঞ্ছিত করেছে পুত্র বিষয়ক শিরোনাম নিউজের প্রতিবাদ

    ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুরে নিজের পিতা কে লাঞ্ছিত করেছে পুত্র বিষয়ক শিরোনামের নিউজের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন পুত্র আব্দুর রহমান যুবায়েরের মা শাহিনুর আক্তার। এমনি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের (রসুলগঞ্জ)গোলাম মোস্তফার পুত্র আব্দুর রহমান যুবায়েরের বিরুদ্ধে তার পিতা মোঃ গোলাম মোস্তফা পুত্র কর্তৃক নির্যাতন ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ায় ঘটনা সত্য নয় মর্মে তিনি ভিবি নিউজ অনলাইনের প্রকাশক ও সম্পাদক বরাবরে প্রতিবাদ জানান। তিনি আরো জানান তার ছেলে একজন শিক্ষানবিশ এডভোকেট এবং কখনো কিশোর গ্যাংএর সাথে সম্পৃক্ত ছিল না । শাহিনুর আক্তার পিতা পুত্রের মধ্যে ভুল বুঝাবুঝির অবশান চান বলে প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন।