ঢাকাThursday , 6 March 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    শোক সংবাদ : – সন্ধ্যা রানী পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

    admin
    March 6, 2025 5:11 am । ৩৯৬ জন
    Link Copied!

     

    শোক সংবাদ : – সন্ধ্যা রানী পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
    ভিবি নিউজ ডেস্ক
    কুমিল্লার বজ্রপুর আনন্দ ময়ী কালীবাড়ি নিবাসী (ভি বি রায় চৌধুরীর দিদি শাশুড়ী) সন্ধ্যা রানী পাল গত ৪ মার্চ ২০২৫ ইং রোজ মঙ্গল দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকে গমন করেন। তাঁর মৃত্যুতে নাতিন জামাই এর পরিবারের পক্ষথেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
    জানা যায় আগামীকাল শুক্রবার মেয়েদের পরিবারের পক্ষথেকে বজ্রপুর আনন্দ ময়ী কালীবাড়িতে পারলৌকিক মঙ্গলার্থে ক্রিয়া কর্ম করা হবে। উক্ত ক্রিয়াকর্মে সকল আত্মীয় সজন উপস্থিত থেকে পারলৌকিক কর্মাদি সম্পন্ন করত: অনুরোধে – মৃতা সন্ধ্যারানী পালের মেয়ে মিতালি পাল।