ঢাকাWednesday , 26 February 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে ২৬ ফেব্রুয়ারী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

    admin
    February 26, 2025 12:20 pm । ২৪৬ জন
    Link Copied!

     

    ভিবি নিউজ ডেস্ক -২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে জেলা পুলিশ, লক্ষ্মীপুর এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আকতার হোসেন মহোদয়।

    প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক পিপিএম।

    প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।

    এসময় পুলিশ সুপার মহোদয় ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, এবং মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।