ঢাকাSunday , 16 February 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    ধর্ষনকারী মালেক কে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ !

    admin
    February 16, 2025 1:04 pm । ৭৫৭ জন
    Link Copied!

     

    নিজেস্ব প্রতিনিধি :লক্ষ্মীপুর সদর উপজেলার পৌরসভার ১৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা রুবিনা আক্তার গত ৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে ৯(১)ধারায় নারী ও শিশু নির্যাতন(২০০০ সংশোধিত ২০২০)ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্যনের একটি মামলা রজু করেন। যাহার থানার এজাহার নাম্বার ১৩/৫১০
    জানা যায় মামলার অভিযুক্ত ব্যক্তি হলেন মৃত আব্দুল হকের চরিত্রহীন পুত্র আব্দুল মালেক। বাদী এবং বিবাদী উভয় পশ্চিম লক্ষীপুর গ্রামের পৌরসভা ১৫ নং ওয়ার্ডের মহব্বত আলী বাড়ির বাসিন্দা।
    সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান, ভুক্তভোগী রুবিনা আক্তার বলেন আমার স্বামী আব্দুস শহিদ গতবছর রমজানে মৃত্যু বরন করার পর থেকে বিবাদী আবদুল মালেক বিভিন্ন কৌশলে আমাকে ইভটিজিং করতো। গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে আমি তার বিল্ডিং এর ছাদে আরো কয়েকজনের সাথে ধান শুকাতে যাই। মাঝে মাঝে ধান ঘাটার জন্য যাই, ঘটনার তারিখ ও সময়ে আমি ধান ঘাটার জন্য ছাদে গিয়ে ধান ঘেটে শিড়ি বেয়ে নামার সময়ে বিবাদী আমাকে জোরকরে তার ঘরে নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে যা আমি এজাহারে উল্লেখ করেছি।
    আমি এবিষয়ে আমার এলাকায় সকল নেতৃস্থানীয় লোকজন কে ধর্ষণের বিষয় টি জানিয়েছি কিন্তু কেউ আমাকে পাত্তা দেয় নি তাই নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।
    মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফজলুল হক সাহেব জানান আমরা মামলার বিবাদী আবদুল মালেক কে গ্রেফতার করার জন্য আপ্রাণ চেষ্টা করছি, বিভিন্ন ডিজিটাল প্রকৃয়ায় আমরা ওর সীম নাম্বার ট্রেকিং করছি কিন্তু ওর নাম্বার বন্ধ পাচ্ছি। খবর পেয়ে বিভিন্ন জায়গায় রেড করছিলাম কিন্তু তাকে পাই নাই, তাকে ধরার জন্য সবসময় অভিযান চালিয়ে যাচ্ছি আশা করি খুব দ্রুত তাকে গ্রেফতার করতে পারবো।
    মামলার ১ম সাক্ষী মো:তাকবির হোসেন বলেন আমি মামলার ১ম সাক্ষী হওয়াতে মালেক আমার নামে চাঁদাবাজীর মিথ্যা অভিযোগ আনয়ন করেন এবং আমাকে সাংবাদিক মহল দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করছে এবং এখনো বেনামে হুমকি দেয়। আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।
    এলাকায় বিষয় টি নিয়ে খোজ খবর করে জানা যায় মালেক একজন চরিত্র হীন লোক, তার নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। তাকে এলাকার কিছু অনিয়মকারী রোকের ছত্রছায়ায় বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হতে দেখাগেছে।
    এলাকার নিরীহ জনগণ চায় প্রভাবশালী এই মালেকের শাস্তি হোক। যদি সঠিক বিচার হয় তাহলে এমন অপরাধ করার সাহস ভবিষ্যতে কেউ পাবে না।