মো: হোসেন চৌধুরী : লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নং ওয়াডে খলিফা বাড়ি সংলগ্ন একটি ডোবায় ৩ ফেব্রুয়ারী ২০২৫ ইং সন্ধা ৭ ঘটিকার সময় পারভেজ ( ২৬) এর একটি মরদেহ উদ্ধার করা হয়। এই ঘঠনায় প্রাথমিক জিজ্ঞাসা বাদ তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর থানার পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে। একজন হলো ইউনিয়ন ছাত্র দলের সাধারন সম্পাদক রাকিব এবং সবুজ। নিহত পারভেজের এক আত্মীয় এর মারপফতে নিউজ এইচপি টিভি এর প্রকাশ ও সম্পাদক মো: হোসেন চৌধুরী প্রাথমিক তথ্য জানতে পারেন, গত ৩ দিনের মতো পারভেজ নিখোঁজ ছিলো, এই বিষয় নিয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি জিডি করা হয়, নিহত পারভেজ একজন দধি ব্যাবসায়ি ছিলেন, তার কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিলোনা, পুলিশ বিভিন্ন মোবাইল নাম্বার সংগ্রহ করে খোঁজ করার অভিযানে নামে, তার আত্মীয় সজন বন্ধু বান্ধব সকলে অনেক খোঁজ করার পর, গতকাল ৩ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখে সন্ধা আনুমানিক ৭ টায় চররুহিতা ইউনিয়ন এর ৮ নং ওয়াডে খলিফা বাড়ির সংলগ্ন স্থানীয় জনতা লাশ দেখতে পেয়ে এলাকার চৌকিদারকে খবর দেয়। চৌকিদার ইউপি মেম্বারকে খবর দিলে, মেম্বার পুলিশকে কল করে এবং ঘঠনা স্থলে পরাভেজের আত্মীয় সজন এসে পারভেজের লাশ সনাক্ত করে, পুলিশ ঘঠনার স্থান থেকে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক আলামতে পারভেজকে হত্যা করা হয়েছে বলে জনতার দাবি, খুনের সাথে বিভিন্ন আলামতের ও হত্যার প্রথমিক চিহ্ন পাওয়া যায়, হত্যার সাথে জড়িত সন্দেহে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য চররুহিতা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রাকিব এবং সবুজকে গ্রেপ্তার করে পুলিশ হেপাজতে নিয়ে যায়।






