প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ১২:০১ এ.এম
লক্ষ্মীপুরে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত
ভি বি রায় চৌধুরী - লক্ষ্মীপুরে ২৯ অক্টোবর ২০২৪ ইং তারিখ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ০৭.০০ ঘটিকা থেকে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় লক্ষ্মীপুর জেলার নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার, লক্ষ্মীপুর। হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার, এমআরটি, ঢাকা, সুমন আহমেদ শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (পিএম-২), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
- এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ মোর্তাহীন বিল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী জেলা, মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর জেলা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, লক্ষ্মীপুর এবং সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ রকিবুল হাসান পিপিএম, আরআই (পুলিশ লাইন্স) মোঃ নজরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।
প্রার্থীদের পরবর্তী ইভেন্ট এর জন্য প্রস্তুতিসহ আগামীকাল বুধবার সকাল ৭ ঘটিকায় মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান পুলিশ সুপার, লক্ষ্মীপুর। প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত করেন।
কপিরাইটঃ ভাস্কর বসু রয় চোধুরী, ২০২৪