সংবাদ শিরোনামঃ
সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিবেন তারেক রহমান লক্ষ্মীপুর জেলা পুলিশ পক্ষথেকে বিশেষ বিজ্ঞপ্তি সরকার নির্ধারিত দামে সরাসরি ডিম আসবে আড়তে দালাল বাজার আলিফ-মীম হাসপাতাল পরিদর্শনে আসেন সিভিল সার্জন ডাঃ আহমেদ কবির লক্ষ্মীপুরে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে বিধবা নারী লাঞ্চিত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ কামান খোলা জমিদার বাড়ির কাদামাটির রাস্তা সংস্কার করার কাজ পরিদর্শনে আসেন ইউএনও লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে বাল্যবিবাহ রোধ করলেন নির্বাহী মাজিস্ট্রেট অভি দাস দেশব্যাপি বাড়ছে সামাজিক অপরাধ, দরকার জরুরি পদক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন
উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে এমপি আনোয়ার খাঁনকে চিঠি

উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে এমপি আনোয়ার খাঁনকে চিঠি

 

ভিবি নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ার হোসেন খানকে উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ না করতে চিঠি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৯ মে রামগঞ্জ উপজেলা নির্বাচনের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত রিটার্নিং কর্মকর্তাসহ ১০টি দপ্তরে এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত অভিযোগ দেন।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি অনুসারে সরকারি সুযোগ-সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচনী প্রচারণা নিষেধ রয়েছে। সংসদ সদস্য হিসেবে আনোয়ার খানকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার এবং যেকোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ থেকে বিরত থার অোধ করা হয়।

এমপির বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়, চেয়ারম্যান প্রার্থী দেওয়ান বাচ্চুর পক্ষে রামগঞ্জের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের আনোয়ার খান মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভোট চাচ্ছেন। তিনি বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িতে ডেকেছেন। তারাই বিষয়টি অভিযোগকারী ইমতিয়াজকে জানিয়েছেন। এ ছাড়া গতকাল শুক্রবার বিকালে উপজেলা শহরে এমপি মালিকানাধীন তার আনোয়ার হোসেন খান
হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে বাচ্চুর পক্ষে নির্বাচনী দিকনির্দেশনা দেওয়ার কথা ছিল। এমপির ঘনিষ্ঠজনরা বলে বেড়াচ্ছেন, ভোটের দিন এমপি রামগঞ্জ থেকে ভোট করবেন। এর আগে এমপির উস্কানিমূলক বক্তব্যে জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে এমপি আনোয়ার খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা প্রিয়াংকা দত্ত বলেন, অভিযোগের ভিত্তিতে এমপিকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com