↔ভিবি নিউজ ডেস্কঃ
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, হলুদ সাংবাদিকতা রুখতে সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে। এটি শেষে সবাইকে সুনির্দিষ্ট পরিচয়পত্র প্রদান করা হবে।
প্রেস কাউন্সিলের পরিচয়পত্রের বাইরে সাংবাদিকতা করার আর সুযোগ থাকবে না। পাশাপাশি বেতন কাঠামোসহ ওয়েজবোর্ড নীতিমালার বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ফেনী জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মুজিববর্ষের অঙ্গীকার হলুদ সাংবাদিকতা পরিহার শীর্ষক বাংলাদেশ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সারা দেশেই সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করার বিষয়ে দাবি উঠেছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায় নির্ধারণের দাবি রয়েছে। তবে এ বিষয়ে আরো কিছু দিক বিবেচনায় রাখা হচ্ছে। এ সময় তিনি চলতি বছরেই প্রেস কাউন্সিল আইন অনুমোদন হতে পারে বলে জানান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।