সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
সুজিত রায়  নন্দীর জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

সুজিত রায়  নন্দীর জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ভিবি নিউজ ডেস্ক ঃ

১৯৭৫ সালের ৯ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেল অয়েল কোম্পানির কাছ থেকে মাত্র ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং দিয়ে তখনকার সময় ১৭-১৮ কোটি টাকায় পাঁচটি(৫) গ্যাসক্ষেত্র তিতাস, বাখরাবাদ,হবিগঞ্জ,রশিদপুর ও কৈলাশটিলা কিনে রাষ্ট্রীয়করণ করে বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মৃত্যুর ছয়দিন আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন তা শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে বিরল দৃষ্টান্ত। এত কম মূল্যে পাঁচটি প্রতিষ্ঠান একই সাথে সরকারিকরণ করা সত্যি দেশাত্মবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা যোগ্য উত্তরসূরী শেখ হাসিনার হাত ধরে, এখনো বর্তমানে দেশের মোট উৎপাদনের ৩১ দশমিক ৪৪ শতাংশ জ্বালানি, নামমাত্র মূল্যে কেনা এই গ্যাসক্ষেত্রগুলো থেকে পাওয়া যায়।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন যদি সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গ্যাস ক্ষেত্র গুলো রাষ্ট্রীয় করন না করতেন, তাহলে এই জ্বালানি নির্ভর পৃথিবীতে টিকে থাকাটাই অনেক কষ্টসাধ্য হয়ে যেত। পুরো বিশ্ব আজ জ্বালানি নির্ভরশীল। যে দেশ যত বেশি জ্বালানি সম্পদে স্বয়ংসম্পূর্ণ সেই দেশ ততবেশি অগ্রগামী। গ্যাস নামমাত্র মূল্যে ক্রয় করতে পারা যায় বিধায় বাংলাদেশে কল কারখানা ইন্ডাস্ট্রিজ বৃদ্ধি পেয়েছে। বেকারত্ব দূর হয়েছে। অর্থনীতির চাকা সচল রয়েছে।

সুজিত রায় নন্দী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আমরা পেয়েছি লাল-সবুজের একটি পতাকা ও ভূখণ্ড। বঙ্গবন্ধুর সুদূর চিন্তা চেতনা থেকে উপলব্ধি করেছেন বাংলাদেশকে কিভাবে একটি স্বয়ংসম্পন্ন রাষ্ট্রে পরিণত করা যায়। ঠিক তেমনিভাবে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা বাবার পথ ধরে দেশকে একটি আধুনিক স্বয়ংসম্পূর্ণ আত্মমর্যাদাশীল উন্নত রাষ্ট্র গঠন ও পরিচালনায় বদ্ধপরিকর। গ্যাস বিদ্যুৎ ও নিরাপদপানি বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ।

পরিশেষে সুজিত রায় নন্দী বলেন আজ এই জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা এবং তার আত্মার শান্তি কামনা করি। সেই সাথে তার রেখে যাওয়া দুই কন্যা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, তারা যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশকে সু-সংগঠিত করে এগিয়ে নিয়ে যেতে পারেন।