সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ৫৫ পিচ ইয়াবা টেবলেট সহ ওয়ারেন্ট ভুক্ত ২ জন, মাদক কারবারি ১ জন গ্রেপ্তার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া এমরানের পাশে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ লক্ষ্মীপুর এক খালে মিললো যুবকের লাশ ঘটনাস্থল পরির্দশন করলেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ কোন ধরনের অপ্রিতিকরসমস্যা ছাড়াই শেষ হলো মেডিক্যাল ভর্তি পরীক্ষা লক্ষ্মীপুরে চায়ের দোকানে আগুনে পুড়ে একজনের মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে অভয় পাটোয়ারী বাড়ির সার্বজনীন দূর্গা ও গৌর মন্দিরের রাস্তা অবরোধ করে পাকা ভবন নির্মানের অভিযোগ লক্ষ্মীপুরের রায়পুরে জাল দলিল সৃজন করে ভাইয়ের সম্পত্তি ভোগ করার অভিযোগ, ভাইদের মাঝে ক্ষোভ লক্ষ্মীপুরে সেই শিশুর মায়ের সন্ধান পেয়ে ফেসবুকে যা লিখেছেন এসপি মাহফুজ্জামান লক্ষ্মীপুরের রায়পুর চরবংশি বাজার সংলগ্ন সরকারি খালের উপর অবৈধভাবে ব্রীজ তৈরি করে সুমন, এলাকায় জনমনে ক্ষোভ লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল ৬৬ পদে ২০৯২ প্রার্থীর প্রতিযোগিতা শুরু লক্ষ্মীপুরে শর্টপিচ ক্রিকেটে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামতলী মিজি বাড়ী একাদশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাত দফা দাবী আদায়ে গণসমাবেশ লক্ষ্মীপুরে কনস্টেবল নিয়োগ বিষয়ে পুলিশ সুপার মাহফুজ্জামানের সচ্চতা ও দিকনির্দেশনা লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

কমলনগর প্রতিনিধি (ভাস্কর মজুমদার): দৈনিক প্রথমআলো পত্রিকার জ‍্যেষ্ঠ প্রতিবেদকের উপর সচিবালয়ে স্বাস্থ‍্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের দ্বারা নির্যাতন- নিপীড়ণের প্রতিবাদ ও কারাগারে আটক সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে কমলনগর প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ১৯মে সকাল এগারোটায় উপজেলার হাজিরহাট বাজারে লক্ষ্মীপুর- রামগতি আঞ্চলিক মহাসড়কের পাশে সংগঠনের সভাপতি আবদুল মজিদ নেহালের সভাপতিত্বে স্হানীয় সাংবাদিকরা সতস্ফুর্তভাবে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহন করেন।

মানববন্ধন শেষে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা -কর্মচারীদের দ্বারা নির্যাতন-নিপীড়ণের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমলনগর প্রেসক্লাব সভাপতি আবদুল মজিদ নেহাল এবং সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ইউছুপ আলী মিঠু। এসময় বক্তব‍্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা -মিজানুর রহমান মানিক, বেলাল হোসেন জুয়েল, সহ-সভাপতি ছাইফ উল্লাহ হেলাল, সাংগঠনিক সম্পাদক -মোখলেছুর রহমান ধনু ও দপ্তর সম্পাদক -আমজাদ হোসেন আমুসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের ঘটনা ন্যাক্কারজনক। দ্রুত তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি-অনিয়ম সিন্ডিকেটের সাথে জরিত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করে গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরী করার সুযোগ দেয়ার দাবী জানান।

উল্লেখ্য, সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য ১৭মে সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে বিকেল তিনটার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে একটি কক্ষে আটক করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোজিনা ইসলামকে রাত ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। সোমবার রাত পৌনে বারোটায় শাহবাগ থানায় মামলাটি করা হয়। মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে শাহবাগ থানার মামলায় দণ্ডবিধির ৩৮৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে এবং ১৮মে মঙ্গলবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তার রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়, এবং সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষে জামিন চাওয়া হলে আদালত ২০মে বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করে।