সংবাদ শিরোনামঃ
দেশব্যাপি বাড়ছে সামাজিক অপরাধ, দরকার জরুরি পদক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি

লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি

ভি বি রায় চৌধুরী –

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ- নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া এবং সিনিয়র সহকারী জজ কাজী ফখরুল আবেদীনকে কমিটির দায়িত্ব দেওয়া হয়। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১১৫ কেন্দ্রে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে। এতে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), জাকের পার্টির সামছুল করিম খোকন (গোলাপ

ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। েলা জজ আদালতের বিজ্ঞ আইনজীব ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী অনুসন্ধান কমিটি গঠন করতে হয়। এতে আমাদের আদালতের দুজন বিজ্ঞ জজ দায়িত্ব পেয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, অনিয়মরোধে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এতে জেলা জজ আদালতের দুজন বিজ্ঞ জজকে এ কমিটির দায়িত্ব দেওয়া হয়।

গত ৩০সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা একেএম শাহজাহান কামাল মারা যাওয়াতে উক্ত আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক বাধ্যবাধ্কতার কারনে ৩ অক্টোবর উক্ত আসনটি শুন্য ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ৪ অক্টোবর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।