সংবাদ শিরোনামঃ
সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিবেন তারেক রহমান লক্ষ্মীপুর জেলা পুলিশ পক্ষথেকে বিশেষ বিজ্ঞপ্তি সরকার নির্ধারিত দামে সরাসরি ডিম আসবে আড়তে দালাল বাজার আলিফ-মীম হাসপাতাল পরিদর্শনে আসেন সিভিল সার্জন ডাঃ আহমেদ কবির লক্ষ্মীপুরে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে বিধবা নারী লাঞ্চিত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ কামান খোলা জমিদার বাড়ির কাদামাটির রাস্তা সংস্কার করার কাজ পরিদর্শনে আসেন ইউএনও লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে বাল্যবিবাহ রোধ করলেন নির্বাহী মাজিস্ট্রেট অভি দাস দেশব্যাপি বাড়ছে সামাজিক অপরাধ, দরকার জরুরি পদক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন
লক্ষ্মীপুর -২ আসনে সেলিনা ইসলামের গণসংযোগে জোয়ার প্রার্থীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত ভোটাররা

লক্ষ্মীপুর -২ আসনে সেলিনা ইসলামের গণসংযোগে জোয়ার প্রার্থীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত ভোটাররা

  1.  

    লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী –

    লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য স্বতন্ত্র (ঈগল) প্রতীক প্রার্থী সেলিনা ইসলাম তাঁর নির্বাচনী এলাকায় লিফলেট হাতে নিয়ে প্রান্তিক ভোটারদের দ্বারপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন। ধনী-গরিব সকল ভোটারকে দেখলেই গাড়ি থেকে নেমে পড়েন সেলিনা ইসলাম। হাতে তুলে দেন তার (প্রতীক) ঈগল মার্কার লিফলেট। এ সময় নারী ভোটারদের সঙ্গে জড়িয়ে কোলাকুলি করেন। বৃদ্ধা নারীদের কাছ থেকে দোয়া নিতে ভুল হয়নি তাঁর। একপলক সেলিনা ইসলামকে দেখতে বাড়ি-বাড়ির সামনে নারীদের দাঁড়িয়ে থাকা উপস্থিত ছিলো লক্ষণীয়। খুব কাছ থেকে সেলিনা ইসলামকে দেখতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত নারীরা।

    ১ জানুয়ারি ২০২৪ ইং সকাল ১০’ ৩০ মিনিট থেকে শুরু হয় স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের নির্বাচনী প্রচারণা। প্রথমে রায়পুর ফিসারি হয়ে খায়ের হাট, বামনী ৭ নং পি, কলাকোপা,সর্দার বাড়ি, রাখালিয়া বাজার, মুনসীর হাট, সাদ্দার পোল, রানীর হাট , ইছা হাজি তেমুহানী,কামান খোলা। এসময়ে দালাল বাজারে সাবেক সেচ্ছাসেবক লীগের জেলা কমিটির আহবায়ক ফিরোজ উকিলের নেতৃত্বে বিশাল এক গণসংযোগ করেন প্রাথী সেলিনা ইসলাম। তিনটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ভোটারদের কাছে ভোট চাইতে ছুটে চলেন সেলিনা ইসলাম।

    কয়েকজন নারী ভোটারদের সঙ্গে সেলিনা ইসলামের কুশল বিনিময়ে তারা জানান, (স্বতন্ত্র) প্রার্থী আপনি অনেক দেরীতে এসেছেন। কেউ আবার বলে আমাদের বিশ্বাস ছিল আপনি আসবেন। আমরা আপনার অপেক্ষায় ছিলাম। আমরা এবার ভোটকেন্দ্র যাব। ভোট দিব, সত্যিই আপনাকে দেখতে পেয়ে আমরা অনেক খুশি। এতোদিন আপনার প্রচারণা শুনতে পায়নি, তখন মনে খুবই লাগতো। একটু আগে যখন শুনলাম সেলিনা ইসলামের ঈগল মার্কা, তখন আমরা অনেক খুশি হলাম। আমরা মনে করেছিলাম নৌকা ছাড়া আর কোন প্রার্থী নাই।

    গণসংযোগ চলাকালে সেলিনা ইসলাম নারী ভোটারদের বলেন- আমার (তাঁর) প্রার্থীতা নিয়ে জটিলতা ছিল। এখন আর সমস্যা নাই। এখন থেকে আমাকে সবসময় দেখবেন। এ ভোটের মাঠে আছি (ইনশাল্লাহ)। সবাই আমার জন্য দোয়া করবেন। এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে আমাকে নিয়ে। আপনাদের ভালোবাসা ও দোয়া থাকায় আল্লাহ আমাকে ভোটের মাঠে রাখছে।

    গণসংযোগ শেষে (স্বতন্ত্র) প্রার্থী সেলিনা ইসলাম সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের ভালোবাসা আমাদের জন্য বিন্দুমাত্র কমতি নেই। বিকেল থেকে এখন পর্যন্ত মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা দেখে সত্যিই আমি আনন্দিত। অনেকগুলো গ্রামে আজ গণসংযোগ করছি। দেখলাম মানুষের প্রেম-ভালোবাসা আমাদের জন্য। আমার িশ্বাস ্র আমাদের যে প্রতি্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী এ নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত হবে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com