ভিবি নিউজ ডেস্ক: ২১ আগস্ট ২০২১ ইং সন্ধ্যা ৬’৩০ মিনিটে লক্মীপুর গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক
এ কে এম আজিজুর রহমান মিয়ার দিক নির্দেশনায় উপপরিদর্শক মোঃ আবদুল মান্নান, সহকারী উপপরিদর্শক মোঃ আহসান উল্যাহ ও সঙ্গীয় ফোর্স সহ লক্ষ্মীপুর সদর থানাধীন ০৩নং দালাল বাজার ইউপির ০৬নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর সাকিন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ আসামী মোঃ আরমান হোসেন সবুজ(৩৭), পিতা-মোঃ জামাল উদ্দিন, মাতা-আয়েশা বেগম, সাং-বাঞ্চানগর(মাঝি বাড়ী), পৌর ০৩নং ওয়ার্ড, থানা ও জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। উক্ত আসামীর বিরুদ্ধে ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিঞা।