সংবাদ শিরোনামঃ
সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিবেন তারেক রহমান লক্ষ্মীপুর জেলা পুলিশ পক্ষথেকে বিশেষ বিজ্ঞপ্তি সরকার নির্ধারিত দামে সরাসরি ডিম আসবে আড়তে দালাল বাজার আলিফ-মীম হাসপাতাল পরিদর্শনে আসেন সিভিল সার্জন ডাঃ আহমেদ কবির লক্ষ্মীপুরে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে বিধবা নারী লাঞ্চিত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ কামান খোলা জমিদার বাড়ির কাদামাটির রাস্তা সংস্কার করার কাজ পরিদর্শনে আসেন ইউএনও লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে বাল্যবিবাহ রোধ করলেন নির্বাহী মাজিস্ট্রেট অভি দাস দেশব্যাপি বাড়ছে সামাজিক অপরাধ, দরকার জরুরি পদক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন
লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার এলাকায় সনাতনী সম্প্রদায়ের জন্য শ্মশান করা আবশ্যক

লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার এলাকায় সনাতনী সম্প্রদায়ের জন্য শ্মশান করা আবশ্যক

লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার এলাকায় সনাতনী সম্প্রদায়ের জন্য শ্মশান করা জরুরি

লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার এলাকায় সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের জন্য একটি শ্মশান করা অতিব জরুরি হয়ে পড়েছে।

জানা যায় লক্ষ্মীপুর সদর উপজেলার ১,২,৩,৪নং ইউনিয়ন ও রায়পুর উপজেলার ৪ এবং ৭নং ইউনিয়নসহ লক্ষ্মীপুর পৌর পশ্চিম এলাকার কিছু অংশের বসবাসকারী সনাতনী সম্প্রদায়ের (হিন্দু) লোকজন বিভিন্ন কারনে গ্রামের বসত বাড়ি,জমা জমিন বিক্রী করে শহর ও উপশহর মুখি হয়ে ২/৩/৪ শতাংশ সম্পত্তি কিনে বা ভাড়া বাসায় বছরের পর বছর বসবাস করে চলছে। তাদের থাকার ব্যবস্থা হলেও মৃত্যুর পরে শেষকৃত্ত সম্পন্ন বা শবদাহ করার মত কোন ব্যবস্থা নাই।
যার ফলশ্রুতিতে মৃত্যুর পরে মৃতদেহ ঘরে রেখে শবদাহ করা বা সমাধি দেয়ার জন্য বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। এ অবস্থায় সঠিক দিক নির্দেশনাসহ শবদাহ বা সমাধি করার জন্য সনাতনীদের একটি শ্মশান এবং শিবমন্দির স্হাপন করা অতিব জরুরি হয়ে পরেছে। উল্লেখ্য শ্মশান করতে হলে শিবমন্দির থাকাসহ ধর্মীয় নিয়মনীতি মোতাবেক করার নিয়ম রয়েছে।
এই বিষয়ে পশ্চিম লক্ষ্মীপুর কামান খোলা হাই স্কুলের নৈশপ্রহরী তপন দাস বলেন, গত বছর আমার বাবার মৃত্যুর পর দাহ করার জন্য কতজনের নিকট ছুটেছি এক খন্ড জমির জন্য, লক্ষ্মীপুরের কেহই দাহ করার স্থান দিলেন না। অবশেষে নোয়াখালীতে নিয়ে বাবার এক আত্মীয়ের বাড়িতে দাহ করি।

এই বিষয়ে উপশহর দালাল বাজারের বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী তপন সরকার বলেন, দালাল বাজার উপশহরে বহু সনাতনী সম্প্রদায়ের লোকের বসবাস। তারা গ্রাম থেকে নিরাপত্তার জন্য উপশহরে এসে মাথা গোজার জন্য দুই-তিন শতক জমিন কিনে বাসা করে থাকছে অথচ মৃত্যুর পর শবদাহ করার কোন ব্যাবস্থা রাখেনি। তাই মৃত ব্যাক্তিকে ঘরে রেখে দাহ করার জন্য বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। তরজন্য এই অসহায়দের পক্ষথেকে জেলাপ্রশাসক মহোদয়ের নিকট আকুল আবেদন,একটি শ্মশান ঘাট করে শবদেহ দাহ করার সুযোগ করে দেওয়ার বিনিত প্রার্থনা করছি।

এই বিষয়ে লক্ষ্মীপুর জেলার জেলাপ্রশাসক সুরাইয়া জাহান মহোদয়ের সাথে আমাদের এপ্রতিবেদক দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ভি বি রায় চৌধুরী কথা বল্লে তিনি বিষয়টি আমলে নিয়ে জরুরি ভিত্তিতে উপরোক্ত বিষয়ে পদক্ষেপ নিবেন বলে এপ্রতিবেদককে জানান।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com