ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর সংগীত অঙ্গনের বলিষ্ঠ (স্পন্দমান) উদীয়মান শিল্পী দেবাশীষ চক্রবর্ত্তী লিভার জনিত কারনে পরপারে পাড়ি দিয়েছেন।
দেবাশীষ চক্রবর্তী; লক্ষ্মীপুরের রামগঞ্জ চন্ডিপুর নিবাসী নয়ন চক্রবর্তী পুত্র।
তার জেঠা স্বপন চক্রবর্তী জেলা শিল্পকলা একাডেমি লক্ষ্মীপুর এর সম্মাননা প্রাপ্ত একজন যাত্রা ও নাট্যশিল্পী ছিলেন। দেবাশীষ একজন সাংস্কৃতিক পরিবারের সন্তান এবং একজন উদীয়মান সঙ্গীত শিল্পী। সে লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিভাগ এবং ললিতকলা একাডেমি লক্ষ্মীপুর এর শিক্ষার্থী। সে সম্মান শ্রেণির একজন শিক্ষার্থী।
জানা যায় গত একমাস লিভার জটিলটায় ভুগে লাইফসার্পোটে থেকে ২১ নভেম্বর সকাল ১১টায় অনন্তলোকে পাড়ি জমায়।
তার অকাল মৃত্যুতে লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার সাংস্কৃতিক অঙ্গন সৃজনীর পক্ষথেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।