ভিবি নিউজ ডেস্কঃ
লক্ষ্মীপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৩ তম বার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে জেলা বাসদের উদ্যেগে একটি বর্ণঢ্য লাল পতাকা মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে লক্ষ্মীপুর আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাসদ জেলা শাখার আহবায়ক কমরেড এম এ মজিদ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ সভাপতি কমরেড আবদুর রাজ্জাক নোয়াখালী জেলা বাসদের আহবায়ক কমরেড খায়ের ইমতিয়াজ মাসুদ দাউদ ফেনী জেলা বাসদের আহবায়ক কমরেড হারাধন চক্রবর্তী চাঁদপুর জেলা বাসদের আহবায়ক কমরেড শাহজাহান তালুকদার জেলা বাম প্রগতিশীল সমন্বয় কমিটির আহবায়ক কমরেড দিদার হোসেন। সভাটি সঞ্চালনা করেন জেলা বাসদের সদস্য সচিব এডভোকেট কমরেড মিলন মন্ডল।