সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরে শিশু হাবিবকে হত্যা করার জন্য বিষাক্ত ইনজেকশন পুষ থানায় অভিযোগ

লক্ষ্মীপুরে শিশু হাবিবকে হত্যা করার জন্য বিষাক্ত ইনজেকশন পুষ থানায় অভিযোগ

ভিবি নিউজ-লক্ষ্মীপুর সদর উপজেলার চরপার্বতী নগর ৯ নং ওয়ার্ডের সামছুন নাহার ও নুরনবীর শিশুপুত্র হাবিব(১৮ মাস) কে একই বাড়ির আবুল কাশেমের স্ত্রী খুকি বেগম(৪০) পূর্ব শত্রুতার জের ধরে গত ১১ মে বিকাল ৪ ঘটিকায় পূর্ব পরিকল্পিত ভাবে শিশু হাবিবকে কৌশলে তার ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক সিরিঞ্জে করে বিষ প্রয়োগ করে বলে থানা সূত্রে ও অভিযোগ কারির বক্তব্যে জানা যায়।

আরো জানাযায় অভিযোগ কারি রহিমা বেগম(৫৫) শিশু হাবিবের দাদি হয়, গত ১১ মে ২০২০ খৃষ্টাব্দে মানুষ রুপি অমানুষ খুকি বেগম শিশুটিকে বিষ প্রয়োগ করার পর পরিবারবর্গ কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ে, প্রথমে তারা চিকিৎসার জন্য শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্য রত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ও ডিউটি অফিসার অপারগতা পোষণ করেন এবং ভুক্তভোগী কে ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে শিশু হাসপাতালে যাওয়ার পর সেখানকার চিকিৎসক গণ রোগীকে অবস্থার বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বলে ভুক্তভোগী শিশুর মা সামছুননাহার আমাদের এপ্রতিবেদক মুঠোফোনে নিশ্চিত করেন।
এদিকে ভুক্তভোগী শিশু হাবিবের দাদি উক্ত বিষয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন, যাহার নং১০৯৭ তারিখ ১৮/০৫/২০২০ খৃষ্টাব্দ।
অভিযোগ করার পর পরই বিবাদী পক্ষ বিভিন্ন ভাবে বাদীনীকে অভিযোগ উত্তোলন করে নেয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন ও মারিবে কাটিবে এমনকি প্রানে হত্যা করিবে বলিয়া হুমকি ধমকি দিলে বাদীনি বিষয়টি নিয়ে লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগের পরে আরো একটি সাধারণ ডায়েরি করেন, যারার নং ১২৯৩ তারিখ ২৭/০৫/২০২০ খৃষ্টাব্দ।
উপরোক্ত বিষয়ে অভিযোগ ও সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক কামারুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়ে থানা পরিদর্শক আজিজুর রহমান মিঞার নির্দেশে আমি ঘটনাস্থলে যাই এবং বিবাদীনি খুকি বেগম কে জিজ্ঞাসাবাদ করি, তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা অপপ্রচার বলে জানান। যেহেতু শিশু হাবিব সহ মামলার প্রধান সাক্ষী তার মা সামছুন নাহার ঢাকায় শিশুর চিকিৎসার্থে অবস্থান করছেন, তাই উনি ঢাকা থেকে বাড়ি ফিরলে সাক্ষীর সাক্ষ্য গ্রহনআন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে অভিযুক্ত খুকি বেগমের বাড়িতে গিয়েও তার সাথে সাক্ষাত করা সম্ভব হয় নি।