নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর পৌর ৫নং ওয়ার্ডস্হ লিল্লাহ মসজিদ থেকে শাঁখারীপাড়া ছোটপোল পর্যন্ত রাস্তার রিপেয়ারিংয়ের চলমান কাজ অদ্য ৫ নভেম্বর তারিখে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে হওয়ায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এলাকায় বসবাসকারী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, রাস্তাটি তুলনামূলক নীচু হওয়ায় একটু ভারী বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। এমন নীচু সড়কটি প্রায় একযুগ পরে রিপেয়ারের কাজ ঠিকাদার অত্যান্ত নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে দায়সারা ভাবে করতেছে। কর্তৃপক্ষের অনুপস্থিতিতে সিডিউল এর তোয়াক্কা না করে মাত্র অর্ধ ইঞ্চির মত পিচ ঢালাই দিতেছে। এতে অত্র এলাকায় বসবাসকারী বাসিন্দারা ক্ষোভ জানিয়েছেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য এলাকাবাসি এপ্রতিবেদক কে জানান।
এই বিষয়ে লক্ষ্মীপুর পৌরসভার দায়ীত্বে থাকা পৌর প্রশাসক ডিডি এলজি রফিকুল হক স্যার কে জানালে তিনি বলেন আমি দেখছি এবং বিষয়টি আমাকে জানানোর জন্য ধন্যবাদ।