ভিবি নিউজ ডেস্কঃল
লক্ষ্মীপুরে মাস্ক না পাড়ার দায়ে আরো ৩০ জন ব্যক্তিকে বুধবার জরিমানা করা হয়েছে। এতে ৩ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
২৫ নভেম্বর দুপুরে পৌর শহরের উত্তর তেমুহনী ও বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দ্বিতীয় ধাপে করোনাভাইরাস মোকাবেলায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পড়ুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়। এর পূর্বেও কয়েক দফায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলে অভ্যস্ত করতে লক্ষ্মীপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরিহিত ছাড়া চলাচল করায় পথচারীসহ ৩০ জনকে ৩ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।
লক্ষ্মীপুরবাসীর কল্যাণে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।