ভিবি নিউজ- লক্ষ্মীপুরে গলায় ফাঁস দিয়ে মো. রিয়াজ হোসেন (২৩) নামে মানষিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ৯ জুন মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার পৌর ১৩ নং ওয়ার্ডের আদিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াজ হোসেন ওই এলাকার কবিরাজ বাড়ির নুর আলমের পুত্র।
বাড়ির লোকজন জানান, রিয়াজ হোসেন মানষিকভাবে অসুস্থ ছিলো। গত ৫-৬ বছর থেকে তাকে মানষিক রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, নিজের জীবনের প্রতি অনীহা চলে আসায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা জানান, সকালে রিয়াজকে ঘরে একা রেখে তার মা আত্মীয়ের বাড়িতে যান। এ সময় সে ঘরে একা ছিলো। দুপুর একটার দিকে তার ছোট ভাই রিমন হোসেন বাড়িতে এসে দেখেন তাদের ঘরের ভেতরে ঝুলন্ত সিলিং ফ্যানের সাথে তার ভাই রিয়াজ ঝুলে আছে। এ সময় সে চিৎকার দিয়ে লোকজনকে জানায়। পরে বাড়ির লোকজন মৃতদেহটি নামিয়ে আনে।
এই বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক কামারুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং পাড়াপড়শি ও পরিবারের সদস্যদের সাথে আলাপ করে জানতে পারি যে রিয়াজ নামের ছেলেটি মানষিক ভারসাম্যহীন, সেই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা পত্র দেখে আমি নিশ্চিত হই এবং আত্মহত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর ডায়রি হয় বলে তিনি আমাদের এপ্রতিবেদক জানান।