সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরে বিধবাকে ধর্ষণে ব্যর্থ হওয়ায় পিটিয়ে নিলাফুলা ও রক্তাক্ত জখম

লক্ষ্মীপুরে বিধবাকে ধর্ষণে ব্যর্থ হওয়ায় পিটিয়ে নিলাফুলা ও রক্তাক্ত জখম

ভিবি নিউজ ডেস্কঃ
লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে ঘরের সিঁধ কেটে ঢুকে এক ৩৫ বছর বয়সি বিধবাকে ধর্ষণে ব্যর্থ হয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জলিল হাজি বেপারি বাড়ির মৃত বাবুলের স্ত্রী রেনু বেগম (৩৫) কে জায়গা জমি বিষয়ক পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার ২৭ আগস্ট রাত তিনটার দিকে একই বাড়ির শাহাবুদ্দিনের ছেলে সোহাগ ও তার সহযোগী সাঙ্গোপাঙ্গ নিয়ে ঘরে সিঁধ কেটে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে সোহাগ বিধবার রেনু বেগমকে পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। সোহাগ ও তার সহযোগী সাঙ্গপাঙ্গরা এ সময় আট আনা ওজনের সোনার চেইন, কানের দুল ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে রেনু বেগম জানান।

এ বিষয়ে সফিক উল্যাহ বলেন চিৎকার শুনে আমরা এসে দেখি সোহাগ ও তার সাঙ্গপাঙ্গরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে দেখি ঘরের সিঁধ কেটে ঢুকেছে তারা। ধর্ষণ করতে ব্যর্থ হয়ে মারাত্মক ভাবে পিটিয়েছে রেনু বেগমকে। স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়েছেন বলেও তিনি জানান।

বিধবা রেনু বেগমের মেয়ে ফাহিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে ভিবি নিউজ কে বলেন -‘আমরা ঘুমিয়ে ছিলাম, হঠাৎ আমার আম্মুর চিৎকার শুনে জেগে দেখি সোহাগ ও তার সাথে কয়েকজন লোক আম্মুর সাথে ধস্তাধস্তি করছে এবং পিটাচ্ছে। এর আগেই তারা গলার চেইন, কানের দুল নিয়ে যায়। আমরা চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর শাহ আলম বলেন- ‘আমি ঘটনাটি শুনেছি, আহত রেনু বেগমকে চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছি, পরবর্তীতে বিষয়টি নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সদর মডেল থানা পরিদর্শক একেএম আজিজুর রহমান বলেন -‘এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান রেনু বেগম এর বোন মাহমুদা।