ভিবি নিউজ ডেস্কঃ
লক্ষ্মীপুুুরে রাতে আধাঁরে সড়কের পাশের বন বিভাগের ৪টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এমরান হোসেন স্বপন সহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে অসন্তোষ এবং ক্ষোভ বিরাজ করছে বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতের যে কোন এক সময় সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের লক্ষ্মীপুর- কালীবাজার সড়কের আটিয়া বাজার সংলগ্ন চারটি গাছ কেটে নেওয়া হয় বলে এলাকাবাসী সূত্রে জানাযায়।
স্থানীয়রা আরো জানায়, দীর্ঘদিন থেকে সড়কের পাশে ওই গাছগুলো বেড়ে উঠে। কিন্তু রাতের আঁধারে গাছগুলো উধাও হয়ে যায়।
খবর নিয়ে জানা যায়, স্থানীয় বাসিন্দা মৃত ছফি উল্যাহ্ এর ছেলে ইমরান হোসেন স্বপন ও তার ভাই হারুনুর রশিদ, মৃত নবী উল্যাহ্ এর ছেলে মামুন হোসেন, মৃত রফিক উল্যাহ্ এর ছেলে কবির হোসেন গংরা রাস্তার বন বিভাগের আওতাধীন ৪টি গাছ কেটে নিয়ে পাশের একটি পুকুরে লুকিয়ে
রাখে। এরআগে তারা রাস্তার পাশের জমিতে মাটি ভরাট করে সড়কের জমি দখলে নেওয়া চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ইমরান হোসেন স্বপনের কাছে এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি বন বিভাগের গাছের বিষয়ে কিছুই জানি না। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন বলে অশোভন ভাবে ফোন রেখে দেন।
উপরোক্ত বিষয়ে লক্ষ্মীপুুুর সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, গাছ কাটার ব্যাপারে তিনি কিছুই জানেন না। খবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।