ভি বি রায় চৌধুরী – সদ্য যোগদান কৃত পুলিশ সুপার মোঃ আকতার হোসেন মহোদয়ের সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা ২২ সেপ্টেম্বর ২০২৪ ইং পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদভাবে আলোচনা করেন পুলিশ সুপার। তারমধ্যে আলোচনা আসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, হাট বাজার, রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জঙ্গি ও সন্ত্রাস দমন, মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন, সড়ক ও নৌ পথে চাঁদাবাজি রোধে পুলিশি পেট্রোলিং জোরদারকরণ, অবৈধ অস্ত্র উদ্ধার, যানজট নিরসনে ট্রাফিক পুলিশিং ব্যবস্থা গ্রহন, চুরি ডাকাতি রোধে পুলিশের টহল জোরদার করা সহ গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করার কথা বলেছেন নবাগত পুলিশ সুপার মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, পিপিএম-সেবা সহ আরো উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।