সংবাদ শিরোনামঃ
দেশব্যাপি বাড়ছে সামাজিক অপরাধ, দরকার জরুরি পদক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান

ভি বি রায় চৌধুরী – ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আকতার হোসেন মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জানাযায় লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার হিসেবে ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আকতার হোসেনকে নিয়োগ পান। এর পূর্বে তিনি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এদিকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদকে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রাস্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার আকতার হোসেন বগুড়ার গাবতলির সন্তান। তিনি গাবতলি উপজেলার এমআরএম উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সনে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। পরবর্তীতে বগুড়ার ঐতিহ্যবাহী আজিজুল হক কলেজ থেকে ১৯৯৫ সনে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০০৬ সনে ২৫ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে চাকরিতে যোগদানের পরে পুলিশ একাডেমি থেকে ২০০৯-১০ সনে পুলিশ সাইন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মেধাবী আকতার হোসেন ২০১৩-১৪ সনে ব্যবসা প্রশাসন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ২০১৫ সনে আইন বিষয়ে এলএলবি কোর্স কমপ্লিট করেন। চাকুরীর সাথে সাথে বর্তমানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যায়নরত এই পুলিশ কর্মকর্তা। চাকুরী জীবনে তিনি ২০০৬ সনে সহকারী পুলিশ সুপার পদে চাকুরীতে যোগদানের পর থেকে দিনাজপুর, সারদা, শিল্প পুলিশ নারায়নগঞ্জ ও গাইবান্দায় সরকারী দায়িত্ব পালন করনে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদে পিবিআই ও সিআইডিতে নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করেন ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক এই পুলিশ কর্মকর্তা। পুলিশ সুপার আকতার হোসেনের স্ত্রী একজন আর্কিটেক।