ভি বি রায় চৌধুরী –
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের ২০ সেপ্টেম্বর শুক্রবার লক্ষ্মীপুর জেলায় আগমনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম মহোদয়ের লক্ষ্মীপুর জেলায় আগমন উপলক্ষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন মাননীয় উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এছাড়াও মাননীয় উপদেষ্টা মহোদয়ের আগমন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলাপ্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মাননীয় উপদেষ্টা লক্ষ্মীপুরে বর্ন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে নিজ হাতে ত্রান সামগ্রী বিতরণ করেন।