লক্ষ্মীপুরে গণকবর ও শহিদ স্মৃতিস্তম্ভ আধুনিকায়নে উদ্বোধন করেন জেলাপ্রশাসক মোঃ আনোয়ার হোছাইন

ভিবি নিউজ ডেস্ক:
১৯৭১ সনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে সাত কোটি বাঙালি দেশকে শত্রুর হাত হতে মুক্তির লক্ষ্যে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লক্ষ শহিদের তাজা প্রাণ, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম, বীর বাঙালির ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধ আমাদের সর্বোচ্চ গৌরবের ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়া, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও গণকবর সংরক্ষণ ও আধুনিকায়নের জন্য লক্ষ্মীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ মহোদয় আন্তরিকভাবে কাজ করছেন।

জেলা প্রশাসক লক্ষ্মীপুরের উদ্যোগে ও তত্ত্বাবধায়নে সদর উপজেলার বাসু বাজারে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভ আধুনিকায়ন করা হয়েছে। ১৪ ডিসেম্বর ২০২১ ইং তারিখে আধুনিকায়ন করা দৃষ্টিনন্দন বাসু বাজার শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এসময়ে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইমরান হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *