মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরেে আগস্ট -২০২২ মাসে অফিসার ইনচার্জদের মধ্যে জেলায় শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেয়েছেন সদর থানার ওসি মো. মোস্তফা কামাল। মাদক ও অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর দুপুরে জেলা পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সদ্য পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি হওয়া মোস্তফা কামালের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, সিনিয়র সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, ডিআইও-১ পুলিশ পরিদর্শক আজিজুর রহমান মিয়া, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সাহাদাত হোসেন টিটো, জেলা যানবাহন শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক প্রবীর, পুলিশ লাইন্সের পরিদর্শকগন, আরওআই, ওসি এমটি ও থানার অফিসার ইনচার্জগণ এবং জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ পুলিশ সদস্যবৃন্দ।
সভায় সদ্য সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. মোস্তফা কামালকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, রামগঞ্জ থানার সৈয়দ দেলোয়ার হোসেন শ্রেষ্ঠ উপ পরিদর্শক এবং একই থানার মো: নুরুল করিম চৌধুরীকে শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শক নির্বাচিত হওয়ায় তাদেরকে ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ সম্মাননা দেয়া হয়। এছাড়াও জেলার বিভিন্ন অফিস, পুলিশ লাইনস্সহ সকল থানার অফিসারদের মধ্য থেকে বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সবৃন্দকে উল্লেখযোগ্য সাফল্যের জন্য মোট ৫৯ জনকে বিশেষ সম্মাননা দেয়া হয় এবং জেলা পুলিশ সদস্যদের সুযোগ- সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।