ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আঙ্গার পাড়া অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে পাশ্ববর্তী গীতা রানী রায়ের পক্ষথেকে পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী বরাবরে একটি অভিযোগ দায়ের করা হয় বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান। অভিযোগ সূত্রে এবং মন্দির কমিটির বাচনিক জানা যায় গৌর মন্দির সংলগ্ন পশ্চিম পাশের ৬ শতাংশ সম্পত্তি গিতা রানী বিগত কিছুদিন পূর্বে নন্দলাল রায় নামিয় এক ব্যাক্তির নিকট থেকে ক্রয় করে মালিক হন। পরবর্তীতে গীতা রানী উক্ত সম্পত্তিতে পাকা ইমারত উত্তোলন করেন, যাহা এখনো নি রয়েছে। গীতা রানীর বাড়ির রাস্তা ও মন্দিরে আসার রাস্তা বাড়ির উত্তর অংশ এবং মন্দিরের পশ্চিম উত্তর অংশে পরিলক্ষিত হচ্ছে। সিমানা প্রাচির মন্দিরের পশ্চিম অংশে যাহা সম্পূর্ণ মন্দিরের সম্পত্তি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্দির কমিটির সভাপতি -বাবু অজয় রায় ও সাধারণ সম্পাদক বাবু শঙ্কর রায়।
এই বিষয়ে গীতা রানী বলেন আমার ঘরে ঢুকার পথ অবরোধ করে মন্দির কমিটি প্রাচীর নির্মান করছে, বিষয়টি আমি পৌর মেয়র মহোদয় কে লিখিত অভিযোগ করে জানিয়েছি।তিনি ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
উক্ত বিষয়ে রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী কে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি সরজমিনে গিয়েছি, মন্দির কমিটি প্রাচীর নির্মান করছে মন্দিরের আঙ্গিনায়, যাহা সম্পূর্ণ মন্দিরের সম্পত্তি হয় । এটা ধর্মীয় বিষয়, এখানে আমার কিছু বলার নেই।