লক্ষ্মীপুরের রামগঞ্জে ২য় স্ত্রী’র গর্ভের সন্তান নষ্ট করতে স্বামী তাহেরের চাপ

বিশেষ প্রতিনিধি-জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে এক গৃহবধূকে তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য স্বামী আবু তাহের চাপাচাপি করছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঐ ভুক্তভুগী নারী রামগঞ্জ থানায় তার স্বামী আবু তাহেরের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি করছেন। যাহার নং-২০০, তারিখ ০৭/০৫/২০২০।

থানার ডায়েরি ও ভুক্তভুগি পরিবার সুত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের স্বামী পরিত্যক্ত মর্জিনা (২৭) কে গত ১৮ মার্চ ২ লক্ষ টাকা দেনমোহর ধার্যে জনৈক আবু তাহের বিবাহ করে নিজের গ্রামের বাড়ীতে রাখেন। রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের দক্ষিণ হরিচ্চর গ্রামের মৃত আজিজুলের তৃতীয় পুত্র আবু তাহের (৫৪) পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মচারী। এটা তার ২য় বিয়ে এবং আবু তাহের প্রথম স্ত্রী-সন্তান সহ ঢাকায় বসবাস করেন।
সংগত কারনে ভুক্তভুগি ঐ নারী এখন গর্ভবতী। কিন্তু স্বামী আবু তাহের এ খবর শুনার পর থেকে স্ত্রী মর্জিনার গর্ভের সন্তান নষ্ট করার জন্য ঢাকা থেকে ফোনে বার বার চাপ দিচ্ছেন। এবং ৭ মে বৃহস্পতিবার সকালে বাড়িতে এসে স্ত্রী মর্জিনার গর্ভের সন্তান নষ্ট করার জন্য হাসপাতালে যেতে বলেন।এদিকে মর্জিনা নিজের গর্ভের সন্তান নষ্ট না করার সিদ্বান্ত নিলে একপর্যায়ে স্বামী আবু তাহের স্ত্রী মর্জিনাকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য হুমকি ধমকি দিয়ে ঢাকায় চলে যান।
এব্যাপার জানতে চাইলে বিয়ের ঘটক দুলাল মিয়া বলেন, দুই লক্ষ টাকা দেনমোহর ও বিয়ের কয়েকদিন পরে মর্জিনার নামে কামারহাট বাজারে তিন শতাংশ জমি রেজিস্ট্রি করে দিবে মর্মে আবু তাহের এ বিয়ে করেন। কিন্তু বিয়ের এক মাস পার হলে তার স্ত্রীকে জমি রেজিস্ট্রি করে না দিয়ে উল্টো মর্জিনার গর্ভের সন্তান নষ্ট করার কথা বলে আবু তাহের অন্যায় কাজ করতেছেন। আমি এর নিন্দা জানাই।
এলাকার ইউপি সদস্য ইব্রাহিমের কাছে এ ব্যাপারে জানে চাইলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আবু তাহেরদের বাড়ীতে আমি চৌকিদার পাঠিয়েছি।
চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান কামাল ভুঁইয়ার নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমার নলেজে আছে।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে জানতে চাইলে, পুলিশ পরিদর্শক আনোয়ার বলেন জিডি হয়েছে, তদন্তকারি কর্মকর্তা সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল আস্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *