লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার, বাজার পরিচালনার জন্য দীর্ঘদিনের ব্যাবসায়ীদের কাঙ্ক্ষিত দালাল বাজার পরিচালনা কমিটি ২৩ অক্টোবর সন্ধ্যায় দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম দালাল বাজার পরিচালনার জন্য বাজার কমিটি নির্বাচনের পূর্ব পর্যন্ত ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। যাহার আহ্বায়ক মহিউদ্দিন পাটোয়ারী বিটু ও যুগ্ম আহবায়ক হাসান আলী মিলন গং।
জানাযায় দীর্ঘদিন বিভিন্ন গণমাধ্যমে লেখা-লেখি হওয়ার পর প্রতিক্ষিত দালাল বাজার পরিচালনা কমিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘোষণা দেয়ায় বাজারের ব্যবসায়ীগণ চেয়ারম্যান সাহেবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
দালাল বাজারে বিভিন্ন শ্রেনী পেশার ব্যবসায়ীরা এপ্রতিবেদক কে জানান অতি দ্রুত এই ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দলমত নির্বিশেষে একটি নিরপেক্ষ বাজার পরিচালনা কমিটি উপহার দিবে বলে ব্যবসায়ীরা আশাবাদী।