সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরের কমলনগরে এক রাতে ৪ ঘরে সিঁদেল চুরি

লক্ষ্মীপুরের কমলনগরে এক রাতে ৪ ঘরে সিঁদেল চুরি

কমলনগর (লক্ষ্মীপু) থেকে ভাস্কর মজুমদারঃ লক্ষ্মীপুরের কমলনগরে শুক্রবার গভীর রাতে একাধিক ঘরে সিঁদেল চুরির খবর পাওয়া গেছে। উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ ও ৯নং ওয়ার্ডে চর জাঙ্গালিয়া গ্রামের ননা মিয়া হাজি বাড়ি ও মালের বাড়ীর ৪টি বসত ঘরে ১৩ নভেম্বর গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে কয়েকটি Android মোবাইল ফোনসেট, স্বর্ণলংকার ও অন্যান্য জিনিসপত্র চোরেরা নিয়ে যায়।

স্হানীয় সুত্র জানায়ঃ শুক্রবার দিবাগত গভীর রাতে এসব চুরির ঘটনা সংঘটিত হয় বলে ভুক্তভুগিরা জানান। এসময় ৭নং ওয়ার্ডের ননামিয়া হাজি বাড়ীর স্হানীয় বাজারের সুপারি ব্যবসায়ী আবদুর জাহেরের স্ত্রী’র আনুমানিক ৭/৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল ও প্রায় পনেরো হাজার টাকা মুল্যের একটি Android মোবাইল ফোনসেট নেয়।

একই বাড়ীর মৃত আমির উল্লার পুত্র মনির আহম্মদের ঘর থেকে একটি Samsung J-7 ও একটি Samsung J-M প্রায় পঁচিশ হাজার টাকা মুল্যের দুইটি মোবাইল ফোনসেট নিয়ে নেয়। এছাড়া ঐ বাড়ীর আবুল কালাম পাকিস্তানির ঘরে ঢুকার পরে তার পুত্র চট্রগাম সরকারী মহসিন কলেজের সম্মান তয় বর্ষের ছাত্র রকি চৌধুরী টের পেয়ে চোর চোর চিৎকার দিলে চোররা পালিয়ে যায়।
এদিকে ৯নং ওয়ার্ডের মালের বাড়ীর দিন মজুর খোকন মালের ঘরেও সিঁদ কেটে ঢুকে পরে তেমন কিছু নিতে পারে নাই বলে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য বাদল বাবু বিষয়টি নিশ্চিত করেন।

৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম মিয়ার কাছে এ বিষয়ে মুঠোফোনে বক্তব্য জানার জন্য একাধিকবার কল করলেও কেহ ফোন রিসিভ করে নাই।

এব্যাপার কমলনগর থানার পুলিশ পরিদর্শক মাখন লাল রায়ের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কেহ এখনো অভিযোগ নিয়ে আসে নাই তারপরেও খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগনত ব্যবস্থা নেয়া হবে।