ভিবি নিউজ ডেস্কঃ
ইসলামী ব্যাংক লক্ষীপুর শাখার অধীনে লক্ষীপুর জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমিতির সম্মানিত সভাপতি ২নং দক্ষিণ হামচাদী ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান মীর শাহ আলম সাহেবের আহবানে ঐতিহাসিক দালাল বাজার গাউচুল আজম জামে মসজিদ মার্কেট এ ব্যাংকের তৃতীয় (CRM) মেশিন বসানোর চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তি স্বাক্ষর করেন মসজিদ কমিটির সভাপতি ও দালাল বাজার মীর শপিং কমপ্লেক্সের স্বত্তাধীকারি মীর শাহ আলম এবং ব্যাংকের পক্ষে ব্যাংকের এভিপি এন্ড শাখা প্রধান মোঃ ছানা উল্যাহ।