লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার আলিফ-মীম হাসপাতালে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুরে অতি শীঘ্রই উদ্বোধনের অপেক্ষায় আলিফ-মীম হাসপাতালের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজারের উত্তর তেমুহানি আলিফ-মীম টাওয়ারের নিজস্ব ভবনে হাসপাতালের বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার ও শুভাকাঙ্খীদের নিয়ে ঈদুল আযহা পরবর্তী ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল কুদ্দুস এর কোরআন তেলওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলিফ-মীম হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন বলেন, আমার প্রিয় য়ার হোল্ডারদর ঈদের শুভেচ্ছা জানিয়ে সু-খবর জানাতে যাচ্ছি। আগামী এক মাসের ভিতরে আমাদের হাসপাতাল চালু করার লক্ষ্যে সকল মেশিনপত্র বসানো সম্পন্ন হবে। এরপরে যেকোনো সময় আপনাদের স্বপ্নের আলিফ- মীম হাসপাতালটি চালু হবে। একটি স্বপ্ন সত্যি হতে চলছে। একটা সময় আমি একা ছিলাম এখন আমার এক হাজার শেয়ার হোল্ডার। অনেকে প্রশ্ন করতে পারেন এক হাজার শেয়ার হোল্ডার কেন? উত্তর হচ্ছে এক হাজার শেয়ার হোল্ডারের সাথে পরিবারের লোক বন্ধু-বান্ধবসহ কোনোনা কোনো ভাবে দশ হাজার লোক জড়িত। আমি মনে করি দশ হাজার লোকের জন্য এরকম দুটি হাসপাতাল দরকার। তাই আমাদের শেয়ার হোল্ডাররা সকলে আলিফ- মীম হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। এতে করে আমাদের শেয়ার হোল্ডারদের দূরে কোথাও চিকিৎসা নিতে হবেনা। আমি আপনাদেরকে অতি আনন্দের সাথে আরও জানাচ্ছি যে, আলিফ- মীম হাসপাতালটি চালু হওয়ার পরে হাসপাতালটির ভিতরে হাফেজ দ্বারাসব সময় পবিত্র কোরআন তেলওয়াত চলবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
হাসপাতালটির দায়ীত্বে থাককা ডাক্তার নুরুল আমিন জিয়ার সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, আলিফ-মীম হাসপাতালের শেয়ার হোল্ডার ও বিশিষ্ট ব্যবসায়ী লোকমান পাটোয়ারী, রায়পুরের কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মাস্টার শাহআলম, রায়পুরের কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী- সমাজসেবক হাজী ফিরোজ আলম, রায়পুর সাব রেজিস্ট্রী অফিসের খতিব হাফেজ মাওলানা আরিফ হোসেন মিয়াজি, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী রিয়াজ হোসেন, োয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডাক্তার দেলোয়ার হোসেন ও ডাক্তার মোঃ মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার, চররুহিতা, উত্তর হামছাদী ও দক্ষিণ হামছাদী এবং পার্শ্ববর্তী রায়পুর উপজেলার সোনাপুর ও বামনী ইউনিয়নের প্রায় আড়াই লক্ষ মানুষের চিকিৎসা সেবার সহযোগিতার লক্ষ্য নিয়ে সম্ভাব্য পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই আলিফ-মীম হাসপাতালটি চালু করার জন্য একেবারে শেষ পর্যায়ে আছে। আশাকরা হয় অতি শীঘ্রই চিকিৎসা বিজ্ঞানের সকল ধরনের উন্নত মানের অত্যাধনিক মেশিনপত্র ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এ হাসপাতালটি চালু করে অত্র এলাকার রোগীদের সেবা দেয়া সম্ভব হবে। এতে করে চিকিৎসা নিতে আসা আশেপাশের এলাকার রোগীদের দুর দুরান্তে নোয়াখালী বা ঢাকা যেতে হবে না। অনুষ্ঠানে আলিফ-মীম হাসপাতালের বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে হাসপাতালটির চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন দোয়া- মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে প্যাকেটজাত করে রাতের খাবার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *