সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
রায়পুর পৌর কমিশনার নাজমে আরার বিরুদ্ধে পারুলের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ

রায়পুর পৌর কমিশনার নাজমে আরার বিরুদ্ধে পারুলের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ

বিশেষ প্রতিনিধি – লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েত পুরের ২নং ওয়ার্ডে আব্দুল গণী হাজি বাড়ির ভ্যান গাড়ি চালক বৃদ্ধের স্ত্রী পারুল বেগম গত ১৯ মে বিকালে রায়পুর পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ড থেকে নির্বাচিত কমিশনার নাজমেআরার রায়পুর থানা রোডের বাসায় ত্রান-সাহায্যের জন্য যান পারুল বেগম, তিনি কমিশনার কে বলেন, আপা আমার তিন সন্তান,স্বামীও একেবারে বৃদ্ধ, ভ্যান গাড়ি চালিয়ে কোন রকমে সংসার চলে,তাই মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার পাওয়ার আসায় তিনি কমিশনারের বাসায় এলে,তিনি প্রথম দর্শনেই তেলেবেগুনে জ্বলে উঠে বলেন,তোমাকে সরকার রেশন কার্ড দিয়েছে, তারপরেও অসভ্য মহিলা আমার বাসায় এসে ত্রান-সাহায্য চাইছে, এই বলেই কয়েকটা থাপ্পড় মেরে বাসা থেকে বের হয়ে যেতে বলেন। তখন পারুল বেগম বলে সাহায্য না দেন তাই বলে আপনি আমাকে মারতে পারেন না, এই কথা বলার সাথে সাথে কমিশনার নাজমে আরা তার পায়ের জুতা খুলে আমার বোখরা চেপে ধরে আমাকে বেদম প্রহার করে দোতলা থেকে মারতে মারতে নিচে নামিয়ে আনে। পরবর্তীতে আমি বিষয়টি আওয়ামীলীগের রায়পুরের নেতা কর্মি , রায়পুর থানা ডিউটি অফিসার, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে জানাই। তারই ফলশ্রুতিতে কমিশনারের পক্ষ থেকে একটি খাদ্যের পেকেট নিয়ে আমার বাড়িতে এসে আমার মেয়ের ছবি ভিডিও করে নিয়ে যায় এবং আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিতে থাকে।আমি আমার পরিবার নিয়ে ভয়ে আছি, যে কোন মূহুর্তে আমি এবং আমার পরিবারের ক্ষতি সাধন করতে পারে বিধায় তিনি ২২ মে ২০২০ খৃষ্টাব্দে রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরে এর বিচার প্রার্থনা করে এক লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।

এই বিষয়ে কমিশনার নাজমে আরা বেগমের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি তিন তিনবার কমিশনার নির্বাচিত হয়েছি, আপনি খবর নিয়ে দেখুন আমি কখনো কাহারো গায়ে হাত তুলেছি কিনা ? তারপরে ঐ মিহিলা পারুল ৭ বার ত্রান-সাহায্য পেয়েছে, তদুপরি মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার ২৫০০ টাকাও পাবে। তাকে জুতো পেটা করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন আমি কখনোই কাহারো গায়ে হাত তুলি না।