সংবাদ শিরোনামঃ
দেশব্যাপি বাড়ছে সামাজিক অপরাধ, দরকার জরুরি পদক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ
রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ

রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ

 

সোহেল আলম রায়পুর  প্রতিনিধি :

গেলো ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার ২য় স্বাধীনতার পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপির ব্যানারে সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ উঠে কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে।

জানা যায়, উপজেলা কৃষক দলের সেক্রেটারি গাজী মোঃ শামীম এর নেতৃত্বে এবাদুল্লাহ গাজী, মোঃ আলী খান, ছাত্রদল সভাপতি আদনান হাবিব, রেহান উদ্দি গাজী, মনির দর্জি, শাহ আলী, আঃ জলিল দর্জি, সায়েম গাজী সহ তাদের গ্রূপের প্রায় শতাধিক লোক সন্ত্রাসী তান্ডব চালিয়ে এলাকায় ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে। দিনের আলোয় খাশের হাট বাজারে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ জনগণের মধ্যে আতংক ছড়িয়ে লুটপাট, জমি দখল, দোকানপাট ও মাছ ঘাট দখল করে নেওয়ার একাধিক অভিযোগসহ বিএনপির ত্াী েতদের অফিস ভাংচুর করে ব্যাপক সংঘর্ষ চালানোর অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, মেহেদি, শরিফ বাগ, এল এম সোহাগ, মহি উদ্দি, দেলোয়ার, তানজিমসহ আরও অনেকে।

গত ৩১ আগস্ট (শুক্রবার) বিকাল থেকে রাত পর্যন্ত কয়েক দফায় খাশের হাট বাজারে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ব্যাপক সংঘর্ষ ও তান্ডব চালিয়ে খাশের হাটের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলেন বিএনপির ব্যানারে অভিযুক্ত এসকল সন্ত্রাসীরা।

এছাড়াও গত ২ সেপ্টেম্বর ( সোমবার) সকালে আলতাফ মাষ্টার ঘাটটি-ও দখল করে নেয় তারা। সাজু মোল্লার ঘাট শফি মোল্লা সহ কয়েকজন ও হাজিমারা মাছ ঘাট গিয়াস উদ্দিন মেম্বার সহ কয়েকজনে দখল করে নেয়।

অভিযোগের সত্যতা স্বীকার করে এবাদুল্লাহ গাজী বলেন, বিগত ১৫ বছর ধরে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছি। এখন গাজী সামীম এর নেতৃত্বে আমরা মাস্টার ঘাটটি দখল করেছি। ”
এবিষয়ে উপজেলা কৃষক দলের সেক্রেটারি সামীম গাজী বলেন, ” মাস্টার ঘাট ইতিপূর্বে আমাদেরই ছিল, গত ৫ তারিখে স্বৈরাচার সরকার পতনের পর আলতাফ হোসেন মাস্টারের লোকজন ঘাট রেখে পালিয়ে যায়। তাই ঘাট আমরা পূনরায় আমাদের দখলে নিয়ে নেই। বর্তমানে আমার দখলে রয়েছে। ”

এবিষয়ে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি এড. মনিরুল ইসলাম হাওলাদার মুঠোফোনে বলেন, আমি গত কয়েকদিন যাবত শারীরিকভাবে অসুস্থ। কে বা কারা কি করছে আমার জানা নাই।

সোহেল আলম
রায়পুর
তাং০৫/০৯/২০২৪