লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী –
রামগতি- কমলনগর উপজেলার তীর রক্ষা বাঁধের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর ইন্জিনিয়ারিং কোরের প্রত্যক্ষ তদারকিতে সম্পন্ন করার দাবিতে ২৬ আগস্ট ২০২১ ইং বেলা ১ ঘটিকায় লক্ষ্ণীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন সঞ্চালনা করেন নদী শাসন সংগ্রাম পরিষদের উপদেষ্টা এডভোকেট মিলন মন্ডল, বক্তব্য রাখেন,লক্ষ্ণীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহাদাৎ হোসেন, এড. আবদুল মতিন,এড. বেলাল উদ্দিন, এড.মাহবুবুল করিম টিপু,এড,হাসান আল মাহমুদ,এড. বিধু ভূষন নাথ পলাশ, কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদের আহবায়ক অধ্যক্ষ আবদুল মোতালেব, সদস্য সচিব এম এ মজিদ, সদস্য হৃদয় অধিকারী প্রমুখ।
মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়।