সংবাদ শিরোনামঃ
সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিবেন তারেক রহমান লক্ষ্মীপুর জেলা পুলিশ পক্ষথেকে বিশেষ বিজ্ঞপ্তি সরকার নির্ধারিত দামে সরাসরি ডিম আসবে আড়তে দালাল বাজার আলিফ-মীম হাসপাতাল পরিদর্শনে আসেন সিভিল সার্জন ডাঃ আহমেদ কবির লক্ষ্মীপুরে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে বিধবা নারী লাঞ্চিত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ কামান খোলা জমিদার বাড়ির কাদামাটির রাস্তা সংস্কার করার কাজ পরিদর্শনে আসেন ইউএনও লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে বাল্যবিবাহ রোধ করলেন নির্বাহী মাজিস্ট্রেট অভি দাস দেশব্যাপি বাড়ছে সামাজিক অপরাধ, দরকার জরুরি পদক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন
রামগতিতে নকল স্বর্নের বার দেখিয়ে প্রতারণার অভেযোগে গ্রেপ্তার ৪

রামগতিতে নকল স্বর্নের বার দেখিয়ে প্রতারণার অভেযোগে গ্রেপ্তার ৪

ভিবি নিউজ ডেস্কঃ
লক্ষ্মীপুরের রামগতিতে নকল স্বর্নের বার দেখিয়ে প্রতারণার মাধ্যমে আসল স্বর্ন হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের চার জনকে বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত- ১। মোঃ সুমন (২৫), পিতা-আলী এরশাদ, সাং-পশ্চিম চরসীতা (ইব্রাহিম মিয়ার বাড়ী), থানা-রামগতি, ২। মোঃ রাজীব (২৬), পিতা-মৃত শাহ আলম, সাং-চর পাগলা (হাজী আবিদ আলীর বাড়ী), থানা-কমলনগর, ৩। আবদুল হাশিম (৩০), পিতা-মৃত মোঃ আলী, সাং-উত্তর চর মনসা (হাজী আবিদ আলীর বাড়ী), থানা-লক্ষ্মীপুর সদর, সর্বজেলা-লক্ষ্মীপুর, এবং ৪। মোঃ সেলিম (৪৫), পিতা-মৃত হাসানুজ্জামান, সাং-কালিয়ারচর (মতিন মেম্বারের বাড়ী), পোঃ আজঘরা, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, বর্তমান সাং-উত্তর চর মনসা (হাজী আবিদ আলীর বাড়ী), থানা- সদর, জেলা-লক্ষ্মীপুর।

পুলিশ সুত্র জানায়, রামগতি থানায় গত চার নভেম্বর দায়েরকৃত ২নং মামলায় অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে উপপরিদর্শক মোঃ মজিবুর রহমান তপাদারসহ একটি ইউনিট ৪ নভেম্বর বৃহস্পতিবার অভিযান চালায়। এসময় নকল স্বর্নবার দেখিয়ে প্রতারণা করার অভিযোগে দায়ের করা মামলায় প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চার প্রতারকের দখল হইতে ১। স্বর্নের একজোড়া কানপাশা, ওজন ০৬ আনা, মূল্য অনুমান ২০,০০০/- টাকা, ২। ৩টি নকল স্বর্নের বার, ৩। নগদ ৩,২২০/-টাকা, ৪। ১০টি পাথরের টুকরা ও ৫। একটি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-লক্ষ্মীপুর-থ-১১-১১২৩ আলামত উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রতারণা করার অভিযোগে থানায় নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com