রামগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ভবতোষ মজুমদারের বিদায় সংবর্ধনা

ভিবি নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল কলেজ পরিবারের প্রথম অবসরপ্রাপ্ত সদস্য অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) সর্বজন শ্রদ্ধেয় বাবু ভবতোষ মজুমদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১৪ অক্টোবর কলেজে অনুষ্ঠিত হয়।

কভিড ১৯ পরিস্থিতিতেও সময় আপন গতিতে বহমান। সময়ের পরিক্রমায় দীর্ঘ ২৬ বছরের কর্ম জীবন শেষে অবসরে গেলেন রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাবু ভবতোষ মজুমদার।

পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ বিধি মেনে ছোট পরিসরে বিদায় সংবর্ধনার আয়োজন করে রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার। কলেজ গভর্নিং বডি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব তাপ্তি চাকমা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডি সদস্য সাবেক মেয়র জনাব বেলাল আহমেদ, উপাধ্যক্ষ আলাউদ্দিন দেওয়ান, অধ্যাপক নাজমা আরা ওয়াহিদ, শাহাদাত হোসেন খান, বাবু সমর দাস, দেলোয়ার হোসেন, মনির হোসেন এবং হারুনুর রশিদ । বিদায়ী অধ্যক্ষ বাবু ভবতোষ মজুমদার তার বক্তব্যে আবেগ আপ্লুত হয়ে পড়েন। কলেজ গভর্নিং বডি সভাপতি জনাব তাপ্তি চাকমা মানুষ গড়ার কারিগর নিষ্টাবান শিক্ষক বাবু ভবতোষ মজুমদার এর ভুয়সী প্রশংসা করেন। শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্টানে মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক সানজিদা আক্তার। কলেজ বি এন সি সি ক্যাডেট বিদায়ী অধ্যক্ষ কে সম্মান প্রদর্শন করে

এবং অনুষ্ঠানে স্বাস্থ সুরক্ষার সামগ্রী বিতরন করে। অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী অধ্যক্ষ কে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *