ভি বি রায় চৌধুরী: বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরা পারসন রোজিনা মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন একুশে টিভি’র সিনিয়র সাংবাদিক সাজেদ রোমেল। তিনি তার ফেসবুক ওয়ালে লেখেন,
আপা মারা গেছেন, বিশ্বাস করতে কষ্ট হয়। আমাদের মাঝে নেই বিটিভির দক্ষ এই ক্যামেরা পারসন। রাষ্টপ্রতি- প্রধানমন্ত্রীর অনুষ্ঠান লাইভ হলেই দেখা হতো স্বল্পভাষী রোজিনা আপার সঙ্গে। মিষ্টি হেসে বলতেন, ‘সাজেদ রোমেল ভাই, ভাবীর বাচ্চা হওয়ার পর যেসব শারীরিক জটিলতা হয়েছিল, তার রেশ আছে কোনো? প্রেশারের উঠানামা হয় আগের মতো? বাবুরা কেমন আছে? আহ্া সেই রোজিনা আপা মারা গেছেন সাত মাসের প্রেগনেন্ট অবস্থায়, প্রেশারের উঠা-নামা জটিলতা নিয়ে। ভাল থাকুন ওপারে।