ভিবি নিউজ ডেস্ক:
ভোজ্য তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য এবং জনগণের দুর্ভোগ নিয়ে তামাশা বন্ধ, সিন্ডিকেট ও মজুতদারদের শাস্তি এবং খাদ্য পণ্যের রেশন ব্যবস্থা চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাসদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে উওর তেমুহনী চত্বরে বিকাল ৫টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ বক্তব্য রাখেন বাসদ লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য সচিব কমরেড এডভোকেট মিলন মন্ডল, জেলা সদস্য কমরেড আরিফ হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সদস্য সচিব কমরেড এড মোঃ মোজাম্মেল হোসেন রিয়াজ, হরিদাস সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে ঢাকা জাতীয় প্রেসক্লাব চত্তরে কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভ করেন।