ভি বি রায় চৌধুরী – ভারত বর্ষের আগরতলা মেডিকেল কলেজের শিশু বিভাগের দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক ডাঃ সঞ্জীব দেববর্মণ বাংলাদেশ থেকে আসা শিশু রোগী শুভম বসু রায় চৌধুরীর চিকিৎসা খুবই মনোযোগ সহকারে করে রোগী কে সুস্থ করায় শুভম বসুর বাবা ডাঃ ভাস্কর বসু রায় চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানাযায়।
রোগীর বাবা ভাস্কর বসু রায় চৌধুরী আরো জানান বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে শিশু বিভাগের চিকিৎসক কে দেখানোর পরেও রোগীর কোন উন্নত চিকিৎসা না হওয়ায় উপায় অন্ত না পেয়ে গত ২০১২ ইং সনের ফেব্রুয়ারীর ১২ তারিখে আগরতলা মেডিকেল কলেজের শিশু বিভাগের দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক ডাঃ সঞ্জীব দেববর্মণ কে দেখালে তিনি পরীক্ষা নিরিক্ষা করে দীর্ঘ চৌদ্দ দিন পর রিপোর্ট আসলে নিশ্চিত হয়ে চিকিৎসা প্রদান করায় শিশু রোগী শুভম বসু রায় চৌধুরী দীর্ঘ একমাস পর সুস্থ হয়ে বাংলাদেশে বাবা মায়ের সাথে ফিরে আসেন।
তার সুস্থ হয়ে ফিরে আসায় বাংলাদেশের আত্মীয় সজন ডাঃ সঞ্জীব দেববর্মণ কে দীর্ঘ জীবন ও সুস্থতার জন্য পরম করুনাময়ের নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করেন বলে এপ্রতিবেদক কে শুভম বসুর বাবা জানান।
শুভম বসু রায় চৌধুরী এখন ক্লাস এইটে পড়েন। আরো জানাযায় শুভম বসু সুস্থ হওয়ায় বাংলাদেশ থেকে অনেক জটিল শিশু রোগী আগরতলা মেডিকেল কলেজে ডাঃ সঞ্জীব দেববর্মণের কাছে চিকিৎসা করে সুস্থ আছে।