ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল,
®®®®®®®®®®®®®®®®
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সাগরদি মসজিদ প্রাঙ্গণে ২৮ সেপ্টেম্বর ২০২৪ ইং এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
রোগী দেখেন আলিফ-মীম হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ডাক্তার জেনি ফারজানা আলম।
এমবিবিএস, (ডি ইউ) এমসি,জিপি – পিজিটি গাইনি এন্ড অবস।
জানাযায় আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেনের অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরন করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ পান।