সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
পরকীয়ার অভিযোগে প্রেমিক-প্রেমিকা আটক

পরকীয়ার অভিযোগে প্রেমিক-প্রেমিকা আটক

ভিবি নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররোহিতা ইউনিয়ন এর চরমন্ডল গ্রামের পরকীয়া প্রেমের অভিযোগে প্রেমিক ইসমাইল হোসেন(৪৫) ও প্রেমিকা পপি আক্তার(২০) কে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে  গ্রামে পরকীয়া প্রেমিক প্রেমিকার অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে প্রেমিকার বাবা তছলীম মিঞা ও তার জামাতা তাদের আটক করে লক্ষ্মীপুর মডেল থানায় খবর দিলে থানায় কর্তব্যরত পুলিশ অফিসার এসআই মোতাহার হোসেন এসে তাদের উভয়কে থানায় নিয়ে যায়।

তাদের নামে যৌন উপদ্রব আইনে  থানায় একটি ২৯০ ধারায় মামলা হয়েছে। মামলার পর দুইজনকেই লক্ষ্মীপুর  কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলে জানাযায়।

জানা যায়, চরমন্ডল গ্রামে তছলীম মিঞার বিবাহিত কন্যা  পপি আক্তারের সাথে একই গ্রামের সানাউল্লাহ মিঞার ছেলে ২ সন্তানের জনক ইসমাইল মিঞা (৪৫) এর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলছিল। এরই সুবাধে সোমবার রাতে লোক চক্ষুর অন্তরালে  অন্তরঙ্গ অবস্থায় লিপ্ত হন।  এ সময় পপির বাবা তছলীম  বাড়িতে ফিরে  ঘরে মেয়েকে দেখতে না পেয়ে সন্দেহ বসত বাড়ির পাশের সুপারির টংএ খোঁজ করতে গেলে সঙ্গে ইসমাইল কে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে থানায় খবর দেন। পুলিশ ওই রাতেই দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে এসআই মোতাহার  হোসেন বাদী হয়ে পরকীয়া প্রেমিক ও প্রেমিকার বিরুদ্ধে থানায় একটি যৌন উপদ্রব আইনে  মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।

এই বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার চৌকস পুলিশ  পরিদর্শক মোঃ আজিজুর রহমান  জানান,চরমন্ডল  গ্রামে পরকীয়া প্রেমের খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। উভয়ের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি যৌন উপদ্রব আইন ২৯০ ধারা একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান ।