ভিবি নিউজ ডেস্ক : সুদুর প্রবাসের বুকে দুস্থ মানবতার সেবায় গড়ে ওঠা একমাত্র সংগঠন চট্টগ্রাম সমিতি ওমান সংগঠনের মাধ্যমে গত ২১ মার্চ বৃহস্পতিবার
চট্টগ্রাম সমিতি ওমানের সহযোগিতায় চট্টগ্রামস্ত অক্সিজেন মোড় নাসির টাওয়ারে “সমিতির নিজস্ব অফিসের” সামনে থেকে শুরু করে অক্সিজেন এর মেইন মোড় পর্যন্ত, নার্ছিং কলেজের শিক্ষার্থী, , রিকশাওয়ালা, দুস্থ ও পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পরবর্তীতে জি, ই, সি মোড়ে সামনের টাওয়ার-১ এর নবম তলায় কপারচিম্নি হোটেলের কনফারেন্স রূমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন কর হয়।
এতে সভাপতির আসন অলঙ্কিত করেন ওমান সমিতির সিনিয়র উপদেষ্টা এস,এম,সফি সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও রাজনীতিবিদ ডঃ মোহাম্মদ মাসুম চৌধুরী। অনুষ্ঠান টি সঞ্চলনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির প্যানেল মেয়র হাছান মোহাম্মদ হাসানি, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি জিএম জহির উদ্দীন, চট্টগ্রাম সমিতি ওমানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু তাহের, সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু,, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, আজীবন সদস্যগণ এবং সাধারণ সদস্যবৃন্দ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
পরে ইফতার পূর্বে দোয়া “রমজান তৎপর্য” নিয়ে আলোচনা এবং বিশ্ব মুসলমানের সুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
ওমান থেকে সমিতির সভাপতি মোঃ ইয়াছিন চৌধুরী (সিআইপি) ও সদস্য কামাল হোসেন পাটোয়ারী মানবিক কাজে উপস্থিত হয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।