ভিবি নিউজ ডেস্ক :লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলামের সাথে অদ্য ২৮ নভেম্বর রাত ৯’৩০ মিনিটে গণমাধ্যমের বৈঠক :
বৈঠকের বিষয়- নিন্মরুপ:
১। পদাধিকার বলে বাজারের উন্নয়নের বিষয়ে চেয়ারম্যান সভাপতি। তিনি এবাজার কে পুন: গঠন করার ক্ষমতা রাখেন, এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহন করেছেন ?
২। বিগতদিনে জেলাপ্রশাসক ( আনোয়ার হোছাইন আকন্দ ) মহোদয় সমন্বয়ে মাছ বাজার উন্নয়ন কল্পে একটি ভবন নির্মাণ করার প্রস্তুতি নেওয়ার পর বিভিন্ন মামলা জটিলতার কারণে তা স্থগিত হয়, উক্ত বিষয়ে আপনার মাধ্যমে কি পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা।
৩। বাজারের সেড ঘরের বিষয়ে আপনি কি পদক্ষেপ নিতে চান ?
প্রতিয়মান হয় যে একটি সেডঘরে বিভিন্ন সময়ে মামলা উল্লেখ করে একটি সাইনবোর্ড আছে, সে বিষয়ে আপনার মতামত কি ?
৪। ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে আপনি কি পদক্ষেপ নিয়েছেন বা নিতে চাচ্ছেন ?